বাংলাদেশ শিশু একাডেমি নীলফামারী জেলা শাখা অফিসটি (হাসপাতাল সড়ক শান্নিতিনগর নীলফামারী ) ভাড়া বাড়িতে । ১৯৯৪ সাল হতে প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রয়ারি পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে শিশুদের ভর্তি কার্যক্রম এর আবেদন গ্রহণ করা হয়। ফরম, ভর্তি ফি, পরিক্ষার ফি, বার মাসের বেতন, শিশু পত্রিকাসহ মোট ২,১৫০/- টাকার বিনিময়ে শিশুদের ভর্তি করা হয়। ভর্তি যোগ্য শিশুর বয়স ৫ থেকে ১৮ বছর। উল্লেখ্য যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা বেতনে ভর্তির সুযোগ রয়েছে ।
শিশুদের সুষ্ঠ বিকাশের উপর নির্ভর করছে সমাজ দেশের উন্নতি ও ভবিষ্যৎ । শিশুরাই জাতির আশা আকাংখার প্রতীক। শিশুরাই আগামী প্রজন্ম হিসাবে দেশ পরিচালনা করবে। আমরা চাই আগামী প্রজন্ম গড়ে উঠুক কল্যাণকামী ত্ত সৌন্দর্যমূলক জীবনবাদী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে। এই স্বপ্ন আমাদের চেতনায় জাগিয়ে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারের শিশুবান্ধব পরিকল্পনা ও কর্মসূচির বাস্তব রুপরেখা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এ দেশের শিশুদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সৃজনশীল শিশু হিসেবে গড়ে তুলতে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিশু একাডেমি। বাংলাদেশের একমাত্র শিশু বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমি।
শিশুদের প্রত্যক্ষ পরিচর্যা ও সাহচর্যের একটি সুন্দর মানবিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী ইতিহাস ও বাঙালির বর্ণিল ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেয়ার অর্থই হলো ভবিষ্যতের জন্য গৌরবময় পথ তৈরি করে দেওয়া। যেখানে থাববে পারিবারিক শ্রদ্ধাবোধ, বন্ধুত্বময় পরিবেশ, একে-অপরের প্রতি সহমর্মিতা, মানবিক গুণাবলি সম্পন্ন আচরণ এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক শিক্ষা। এসবের মধ্য দিয়েই আজকের শিশুরা একদিন সাম্য ও সমতার বিশ্ব নির্মাণে হয়ে উঠবে আগামী দিনের নেতৃত্ত্বদানকারী । শিশুদের সুপ্ত ও মানবিক মেধা বিকাশ সাধনের লক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা শিশুদের জন্য বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বছর ব্যাপি গৃহিত বিভিন্ন কর্মসূচিতে শিশু কিশোর উপযোগী সকল শিক্ষা প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশ শিশু একাডেমী প্রতিবছর ০২টি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। (১) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, (২) শিশুদের মৌসুমী প্রতিযোগিতা। উক্ত ০২টি প্রতিযোগিতায় সারা দেশে প্রতিবছর প্রায় ৪০ লক্ষ শিশু অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা ৪-৫ বছরের শিশুদের শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নামে ০২টি কেন্দ্র চালু আছে। উক্ত ০২টি কেন্দ্রে প্রতিবছর ৬০ জন শিশুকে বিনা বেতনে শিক্ষা দান করা হয়। এছাড়া ০৩ বছর মেয়াদি শিশুদেরকে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা বেতনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
শিশুর সঙ্গা : ১৮ বছরের নিচে সকল মানব সন্তানকে শিশু হিসেবে গণ্য করা হয়।
শিশুদের সুষ্ঠ বিকাশের উপর নির্ভর করছে সমাজ দেশের উন্নতি ও ভবিষ্যৎ । শিশুরাই জাতির আশা আকাংখার প্রতীক। শিশুরাই আগামী প্রজন্ম হিসাবে দেশ পরিচালনা করবে। আমরা চাই আগামী প্রজন্ম গড়ে উঠুক কল্যাণকামী ত্ত সৌন্দর্যমূলক জীবনবাদী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে। এই স্বপ্ন আমাদের চেতনায় জাগিয়ে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারের শিশুবান্ধব পরিকল্পনা ও কর্মসূচির বাস্তব রুপরেখা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এ দেশের শিশুদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সৃজনশীল শিশু হিসেবে গড়ে তুলতে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিশু একাডেমী। বাংলাদেশের একমাত্র শিশু বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু একাডেমী।
শিশুদের প্রত্যক্ষ পরিচর্যা ও সাহচর্যের একটি সুন্দর মানবিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী ইতিহাস ও বাঙালির বর্ণিল ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেয়ার অর্থই হলো ভবিষ্যতের জন্য গৌরবময় পথ তৈরি করে দেওয়া। যেখানে থাববে পারিবারিক শ্রদ্ধাবোধ, বন্ধুত্বময় পরিবেশ, একে-অপরের প্রতি সহমর্মিতা, মানবিক গুণাবলি সম্পন্ন আচরণ এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক শিক্ষা। এসবের মধ্য দিয়েই আজকের শিশুরা একদিন সাম্য ও সমতার বিশ্ব নির্মাণে হয়ে উঠবে আগামী দিনের নেতৃত্ত্বদানকারী । শিশুদের সুপ্ত ও মানবিক মেধা বিকাশ সাধনের লক্ষে বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা শিশুদের জন্য বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বছর ব্যাপি গৃহিত বিভিন্ন কর্মসূচিতে শিশু কিশোর উপযোগী সকল শিক্ষা প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশ শিশু একাডেমী প্রতিবছর ০২টি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। (১) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, (২) শিশুদের মৌসুমী প্রতিযোগিতা। উক্ত ০২টি প্রতিযোগিতায় সারা দেশে প্রতিবছর প্রায় ৪০ লক্ষ শিশু অংশগ্রহণ করে থাকে।
বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখা ৪-৫ বছরের শিশুদের শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নামে ০২টি কেন্দ্র চালু আছে। উক্ত ০২টি কেন্দ্রে প্রতিবছর ৬০ জন শিশুকে বিনা বেতনে শিক্ষা দান করা হয়। এছাড়া ০৩ বছর মেয়াদি শিশুদেরকে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা বেতনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী
হাসপাতাল সড়ক, শান্তিনগর,, নীলফামারী
সিটিজেন চার্টার
বাংলাদেশ শিশু একাডেমী, নীলফামারী জেলা শাখায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নাম, পদবী ও ফোন নম্বরের তালিকা নিম্নরুপ :
ক্র.নং |
নাম ও পদবী |
ফোন/ মোবাইল নম্বর |
১ |
জনাব মো: ইমরান মিঞা , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা |
০২৫৮৯৯৫৫৫৪৯ /০১৭১৩৭৬৯৪০০ |
২ |
জনাব মো: রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কীপার(অ.দা.) |
০১৭৩৭৪৯৩৫৬৩ |
৩ |
জনাব মো: রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর |
০১৭৩৭৪৯৩৫৬৩ |
৪ |
জনাব মো: আইনুল হক চেৌধুরী, অফিস সহায়ক |
০১৯১৪৫১৮৪৮০ |
৫ |
শ্রী মনোরঞ্জন রায়, নিরাপত্তা প্রহরী |
০১৭৮৪৯৫২২০৪ |
তথ্য সংগ্রহের জন্য আবেদন কর্তৃপক্ষ : জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
তথ্য সংগ্রহের জন্য আপিল কর্তৃপক্ষ : মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা।
বাংলাদেশ শিশু একাডেমি, নীলফামারী জেলা শাখার সেবাসমূহ :
শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ :
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী,রুম নম্বর,জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
০১ |
২০১৭-২০১৮ অর্থ বছর-
চিত্রাংকন প্রশিক্ষণ - ভর্তিকৃত শিশুর সংখ্যা ১৮৯ জন প্রতি সপ্তাহ-বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকা শুক্রবার সকাল ৯.০০ ঘটিকা |
৩ বৎসর |
অন লাইনে ফরম পূরন করতে হয় |
বাংলাদেশ শিশু একাডেমি নীলফামারী |
১২ মাসের বেতন, ভর্তি ফি ও অন্যান্য বাবদ মোট ১,১৯৫/- |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞা ০২৫৮৯৯৫৫৫৪৯ bsanilphamari@gmail.com |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞা ০২৫৮৯৯৫৫৫৪৯ bsanilphamari@gmail.com |
০২ |
সংগীত প্রক্ষিণ ভর্তিকৃত শিশুর সংখ্যা ২৯ জন প্রতি সপ্তাহ- রবিবার বিকাল ৩.০০টা সোমবার বিকাল ৩.০০টা |
৩ বৎসর |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
০৩ |
আবৃত্তি প্রশিক্ষণ ভর্তিকৃত শিশুর সংখ্যা ৪৭ জন প্রতি সপ্তাহ-বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকা শুক্রবার সকাল ১১.০০ঘটিকা |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
০৪ |
নৃত্য ভর্তিকৃত শিশুর সংখ্যা ৪৪ জন প্রতি সপ্তাহ- মঙ্গলবার বিকাল ৩.০০টা বুধবার বিকাল ৩.০০ টা |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র :
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী,রুম নম্বর,জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
০১ |
শিশু বিকাশ কেন্দ্র শিশুর সংখ্যা ৩০ জন (ক্লাশ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা - ১১টা পর্যন্ত) |
১ বৎসর |
ভর্তির সময় জন্ম সনদ সঙ্গে আনতে হবে |
বাংলাদেশ শিশু একাডেমী নীলফামারী |
বিনাবেতনে |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞা ০২৫৮৯৯৫৫৫৪৯ bsanilphamari@gmail.com |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞা ০২৫৮৯৯৫৫৫৪৯ bsanilphamari@gmail.com |
০২ |
প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র শিশুর সংখ্যা ৩০ জন (ক্লাশ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা - ১১টা পর্যন্ত) |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
০৩ |
শিশুতোষ পুস্তক ও পত্রিকা বিক্রয় এবং প্রদর্শন |
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
০৪ |
jvB‡eªwi KY©vi |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
লাইব্রেরির বই বিক্রয় ও প্রদর্শন ঃ
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী,রুম নম্বর,জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোর্ড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
০১ |
জাতির জনক: তার সারা জীবন |
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (ছুটির দিন বাদে) |
- |
- |
৪০০/- রশিদ প্রদান করা হয় |
লাইব্রেরিয়াম কাপ মিউজিয়াম কীপার(অ:দা:) ০১৭৩৭৪৯৩৫৬৩ |
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইমরান মিঞা ০২৫৮৯৯৫৫৫৪৯ bsanilphamari@gmail.com |
০২ |
প্রিয় মানুষ শেখ মুজিব |
ঐ |
- |
- |
৮০/- রশিদ প্রদান করা হয় |
ঐ |
ঐ |
০৩ |
৭ই মার্চ: বঙ্গবন্ধুর অসামান্য ভাষণ |
ঐ |
- |
- |
৮০/- |
ঐ |
ঐ |
০৪ |
শুভেচ্ছা পত্র-১ |
ঐ |
- |
- |
৫০/- |
ঐ |
ঐ |
০৫ |
শুভেচ্ছা পত্র-২ |
ঐ |
- |
- |
৫০/- |
ঐ |
ঐ |
০৬ |
ছবি ছড়ায় বঙ্গবন্ধু |
ঐ |
- |
- |
১৩০/- |
ঐ |
ঐ |
০৭ |
কবিতায় বঙ্গবন্ধু |
ঐ |
- |
- |
১৫০/- |
ঐ |
ঐ |
০৮ |
প্রিয় মানুষ শেখ মুজিব |
ঐ |
- |
- |
৮০/- |
ঐ |
ঐ |
০৯ |
ছেলেবেলায় শেখ মুজিব |
ঐ |
- |
- |
৬৫/- |
ঐ |
ঐ |
১০ |
মুক্তির সংগ্রামে শেখ মুজিব |
ঐ |
- |
- |
৮৫/- |
ঐ |
ঐ |
১১ |
মানুষের বন্ধু বঙ্গবন্ধু |
ঐ |
- |
- |
৮৫/- |
ঐ |
ঐ |
১২ |
বঙ্গবন্ধুর স্বপ্ন ও সংগ্রাম |
ঐ |
- |
- |
৮৫/- |
ঐ |
ঐ |
১৩ |
বঙ্গবন্ধু কোষ(বাংলা) |
ঐ |
- |
- |
৩৫০/- |
ঐ |
ঐ |
১৪ |
খ্যাতিমানদের চোখে বঙ্গবন্ধু |
ঐ |
- |
- |
৮০/- |
ঐ |
ঐ |
১৫ |
জাতির জনক:তার সারা জীবন (ইংরেজি) |
ঐ |
- |
- |
৩০০/- |
ঐ |
ঐ |
১৬ |
বঙ্গবন্ধু কোষ(ইংরেজি) |
ঐ |
- |
- |
২৭৫/- |
ঐ |
ঐ |
১৭ |
বঙ্গবন্ধু বললেন |
ঐ |
- |
- |
৬০/- |
ঐ |
ঐ |
১৮ |
শেখ মুজিবের জীবন ২৬টি চিত্র ২৬টি ঘটনা |
ঐ |
- |
- |
১০০/- |
ঐ |
ঐ |
১৯ |
২৬টি চিত্রে শেখ মুজিব |
ঐ |
- |
- |
১০০/- |
ঐ |
ঐ |
২০ |
রং রেখায় খোকার ছেলেবেলা |
ঐ |
- |
- |
৬০/- |
ঐ |
ঐ |
২১ |
শিল্পীর অঁাকায় শেখ মুজিব |
ঐ |
- |
- |
৬০/- |
ঐ |
ঐ |
এছাড়াও বিভিন্ন প্রকারের ছড়া ও কবিতা, উপন্যাস, গল্প, বিজ্ঞান, নাটক, জীবনীগ্রন্থ, বাংলাদেশ সিরিজ, বিবিধ ও শিশু পত্রিকা প্রদর্শ ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়।